Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্হা ও সময়সূচী

দক্ষিণ সুরমা উপজেলার অবস্থান, সীমানা এবং বিভাগ ও রাজধানীর সংগে যোগাযোগ ব্যবস্থা :

 

দক্ষিণ সুরমা উপজেলা সুরমা নদীর দত্ষিণ পাড়ে বিস্তৃত ভূ-ভাগ নিয়ে গঠিত। উপজেলা সদর দপ্তর সুরমা নদীর দক্ষিণ পাড়ে সিলেট-মৌলবীবাজার মহা সড়কের পার্শ্বে খালমুখ নামক স্থানে অবস্থিত। এই উপজেলা পূর্বে গোলাপগঞ্জ, পশ্চিমে বিশ্বনাথ, উত্তরে সদর এবং দক্ষিণে বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা দ্বারা বেষ্টিত। জেলা সদর হতে প্রায় ৯ কি: মি: এবং ঢাকার সাথে এর দূরত্ব ২৭৪ কি: মি:। ঢাকা থেকে আকাশ পথ, সড়ক পথ এবং ট্রেনযোগে এখানে যাতায়াতের সুব্যবস্থা রয়েছে। জেলা সদর এবং বিভাগীয় সদর দপ্তর থেকেও সড়ক পথে এর যোগাযোগ ব্যবস্থা বেশ ভাল। এছাড়া এ বিভাগের অপর ৩টি জেলা সদরের মধ্যে মৌলভীবাজার ও হবিগঞ্জে রেল ও সড়ক পথে এবং সুনামগঞ্জে সড়কপথে সহজেই যাতায়াত করা যায়।

 

 পোস্টাল ও টেলিযোগাযোগ ব্যবস্থা :

 

দক্ষিণ সুরমা উপজেলায় মোট ৪০টি পোস্ট অফিস আছে। এক্সচেঞ্জগুলো স্বয়ংক্রিয় ডিজিটাল টেলিফোনে রূপান্তরিত করা হয়েছে। গ্রামীণ ফোন, একটেল, সিটিসেল, বাংলালিংক, সেবা ইত্যাদি সেল ফোন সার্ভিসও চালু আছে।