২৯ জানুয়ারি ২০০৫ তারিখে অনুষ্ঠিত নিকার-এর ৯১তম বৈঠকে সিলেট জেলার সদর উপজেলার ১৭টি ইউনিয়ন হতে ০৯টি ইউনিয়ন যথাক্রমে ১) মোল্লারগাঁও ২) বরইকান্দি ৩) তেতলী ৪) কুচাই ৫) সিলাম ৬) লালাবাজার ৭) জালালপুর ৮) মোগলাবাজার ৯) দাউদপুর ইউনিয়নসমূহকে কর্তন করে এগুলো সমন্বয়ে দক্ষিণ সুরমা নামে একটি নতুন প্রশাসনিক উপজেলা গঠন করার সিদ্ধান্তের প্রেক্ষিতে উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ এর ৩ (২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সিলেট জেলার সদর উপজেলার উক্ত ইউনিয়নসমূহের সমন্বয়ে দক্ষিণ সুরমা উপজেলা গঠন করা হয়। পরবর্তীতে ২০১১ সালের ৩০ জুন তারিখ মোল্লারগাঁও ও তেতলী ইউনিয়নের অংশবিশেষের সমন্বয়ে কামালবাজার ইউনিয়ন সৃষ্টি হয়। দক্ষিণ সুরমা উপজেলার আয়তন ১৯৫.৪০ বর্গ কিলোমিটার যার বর্তমান ইউনিয়ন সংখ্যা ১০টি। এই উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখাসহ জনগণের শান্তি শৃঙ্খলা বজায়ের স্বার্থে সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতায় দক্ষিণ সুরমা থানা ও মোগলাবাজার থানা সৃষ্টি হয়েছে। সিলেট জেলা হতে মাত্র ০৯ কিলোমিটার দূরত্বে অবস্থান করার কারণে এই উপজেলার ০৪ নং কুচাই ইউনিয়নে বিভাগীয় কমিশনারের কার্যালয়, ডিআইজি সিলেট রেঞ্জ এর কার্যালয়, সিলেট শিক্ষা বোর্ড ভবন, কারিগরি মহিলা প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভাগীয় পর্যায়ের সরকারি সকল প্রতিষ্ঠানের দপ্তর এই উপজেলায় অবস্থিত হওয়ায় প্রশাসনিকভাবে এর গুরুত্ব অপরিসীম। নবসৃষ্ট এই উপজেলাটি মোগলাবাজার ইউনিয়নে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস