ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়টি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার ৬নং লালাবাজর ইউনিয়নের গ্রামীণ জনপদে এবং সিলেট-ঢাকা হাইওয়ের পাশে অবস্থিত। বিদ্যালয়ের জমির পরিমান ১.০০ ( এক একর), ১টি দ্বিতল পাকা ভবন, প্রশাসনিক কক্ষ ১টি, শ্রেণি কক্ষ ৭টি, শিক্ষক মিলনায়তন ১টি, ষ্টোর রুম১টি, ডিপ টিউবওয়েল ১টি, ২টি টয়লেট (পুরুষ মহিলা আলাদা), আলমারি ৪টি, চেয়ার ৩০টি, টেবিল ১২টি, বুক সেলফ ১টি, উচু বেঞ্চ ৭০টি, নিচু বেঞ্চ ৭০টি। বিদ্যালয়ের সামনে একটি খেলার মাঠ আছে।
১৯৯৫ সালে ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। জনাব আলহাজ্ব আব্দুর রউফ ও জনাব আলহাজ্ব আব্দুল আহাদ সাহেবের অক্লামত্ম পরিশ্রম ও আর্থিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। এছাড়াও এলাকার প্রবাসি বিভিন্ন ব্যক্তিবর্গ আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন। যা প্রতিষ্ঠানটির ব্যয় সংকুলানোর জন্য যথেষ্ট নয়। অদ্যাবধি প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত হয় নি।
শ্রেণি | ৩১ জানুয়ারি ২০১২ তারিখ পর্যমত্ম নতুন ভর্তিসহ তালিকাভুক্ত শিক্ষার্থীর সংখ্যা | ||
ছাত্র | ছাত্রী | মোট | |
৬ষ্ঠ | ৫৬ | ৫০ | ১০৬ |
৭ম | ৪৯ | ৪২ | ৯১ |
৮ম | ৩০ | ৪৬ | ৭৬ |
৯ম | ৪০ | ২০ | ৬০ |
১০ম | ১৫ | ১২ | ২৭ |
মোট | ১৯০ | ১৭০ | ৩৬০ |
ক্রমিক নং | সদস্যের নাম | পদবী | মন্তব্য |
০১ | জনাব আলহাজ্ব আব্দুর রউফ | সভাপতি |
|
০২ | জনাব মো: আব্দুল কুদ্দুছ | সাধ: শিক্ষক সদস্য |
|
০৩ | জনাব হাবীবে আলম | সাধা: শিক্ষক সদস্য |
|
০৪ | জনাব মো: আব্দুল খালিক | সাধা: অভিভাবক সদস্য |
|
০৫ | জনাব আব্দুল মুতলিব | সাধা: অভিভাবক সদস্য |
|
০৬ | জনাব মো: গৌছ মিয়া | সাধা: অভিভাবক সদস্য |
|
০৭ | জনাব মো: গাজীউর রহমান | সাধা: অভিভাবক সদস্য |
|
০৮ | জনাব রাহেলা বেগম | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
|
০৯ | জনাব আলহাজ্ব আব্দুল আহাদ | প্রতিষ্ঠাতা সদস্য |
|
১০ | জনাব আব্দুস সহিদ | দাতা সদস্য |
|
১১ | মো: দুদু মিয়া প্রধান শিÿক, উক্ত বিদ্যালয় | সদস্য সচিব | পদাধিকার বলে |
১২ | হাজী হুসিয়ার আলী | শিক্ষানুরাগী সদস্য |
|
এস.এস.সি. পরীক্ষার ফলাফল
পরীক্ষার সন | মোট পরীক্ষার্থী সংখ্যা | উত্তীর্ন শিক্ষার্থী সংখ্যা | পাশের হার |
এস.এস.সি. ২০০৮ | ১৯ | ১১ | ৫৭.৮৯% |
এস.এস.সি. ২০০৯ | ১৬ | ১৩ | ৮১.২৫% |
এস.এস.সি. ২০১০ | ৩১ | ১৯ | ৬১.২৯% |
এস.এস.সি. ২০১১ | ৩৫ | ২১ | ৬০.০০% |
জে.এস.সি পরীক্ষার ফলাফল তথ্য
পরীক্ষার সন | মোট শিক্ষার্থী সংখ্যা | উত্তীর্ন শিক্ষার্থী সংখ্যা | পাশের হার |
জে.এস.সি ২০১০ | ৪৬ | ৪০ | ৮৬.৯৬% |
জে.এস.সি ২০১১ | ৪৬ | ৩৯ | ৮৪.৭৮% |
জে.এস.সি ২০১০ সালে সাধারণ বৃত্তি ২জন পেয়েছে
স্কুলকে একটি মডেল স্কুল হিসেবে গড়ে তুলা, স্কুলের জায়গা বৃদ্ধি, ১০০% এস.এস.সি. ও জে.এস.সি পরীক্ষার ফলাফল নিশ্চিত করনের পরিকল্পনা প্রণয়ন।
যোগাযোগ : গ্রাম: আলী নগর পো: লালাবাজার, পোস্ট কোড-৩১১৩ উপজেলা: দক্ষিণ সুরমা, জেলা: সিলেট।
মেধাবী ছাত্র-ছাত্রীবৃন্দ : মোছা: নাছিমা বেগম, হোসাইন আহমদ রাজু, মরিয়ম বেগম, ফারহানা বেগম, আলেয়া বেগম, মোছ: হালিমা বেগম, মোছা: চামিলী বেগম, মোছা: সানজীদা জাহান রিহা, নাছির উদ্দিন খাঁন, আলিম উদ্দিন মিলন, তাছলিমা বেগম, আলী হোসাইন ফরহাদ, মিলন মিয়া, লিপি বেগম, সোলায়মান আলী সোহাগ, হলি বেগম, সুমা বেগম, খাদিজা বেগম, চাঁদনী বেগম, কলি বেগম, রীমা বেগম, সাদিয়া বেগম, মোছা: জান্নাতুল ফিরদাউসী, শাহী মাছুমা বেগম, মোছা: মিশি বেগম, মোছা: জেছমীন বেগম
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস