সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলাধীন দাউদপুর নিবাসী মরহুম খান বাহাদুর গৌছ উদ্দিন আহমদ চৌধুরী সাহেবের পৌত্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, জনাব ইমাম উদ্দিন আহমেদ চৌধুরী সাহেবের পুত্র অধ্যাপক ডাঃ নিয়াজ আহমদ চৌধুরী সাহেবের অক্লান্ত প্রচেষ্টায় জাপানী সহায়তায় ১৯৯৮ইং সনে বিদ্যালয়টি স্থাপন করা হয়। বিদ্যালয়টির ভূমি দাতা মরহুম খান বাহাদুর গৌছ উদ্দিন আহমদ চৌধুরী সাহেবের পরিবারবর্গ। স্থাপনকালে প্রাথমিক স্তরে ৩টি শ্রেণী নিয়ে বিদ্যালয়ের যাত্রা শুরু হয় এবং পরবর্তীতে প্রতি বছর একটি শ্রেণী বর্ধিত করে ২০০৬ সালে সরকারী স্বীকৃতিপ্রাপ্ত হাইস্কুলে উন্নীত হয়ে ২০০৮ সালে প্রথম বারের মত ছাত্র-ছাত্রীরা এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করতঃ শতভাগ সাফল্য অর্জন করে। বিদ্যালয়ের সূচনালগ্নে সেলাই প্রশিক্ষণসহ আরো কতিপয় প্রোগ্রাম চালু থাকলেও সময়ের ধারাবাহিকতায় ঐগুলি বাদ দেওয়া হয়। বর্তমানে কম্পিউটার বিষয় বাধ্যতামূলকসহ প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এক শিফটে বিজ্ঞান ও মানবিক শাখায় মোট ৫১৮ জন ছাত্র-ছাত্রীর সকলেই বিনা বেতনে অধ্যয়ন করিতেছে। বিদ্যালয়ে ১০ জন শিক্ষক, ৭ জন শিক্ষিকা ও ৫ জন কর্মচারী কর্মরত আছে। অত্যন্ত মনোরম, নিরিবিলি ও খোলামেলা জায়গায় অবস্থিত বিদ্যালয়টির চতুর্দিকে ঘিরে মূল্যবান বৃক্ষরাজি রোপন করা হয়েছে। ফলে সকলের দৃষ্টি পড়ে। গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদিগকে বই, খাতা, কলম, স্কুল ড্রেস প্রভৃতিসহ বিদ্যালয়ের যাবতীয় শিক্ষা উপকরণ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডাঃ নিয়াজ আহমদ চৌধুরী ব্যক্তিগত উদ্যোগে প্রদান করে থাকেন।যাদের অক্লান্ত পরিশ্রম ও কর্মতৎপরতায় বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে তারা হলেন সাবেক সচিব ও তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জনাব ইমাম উদ্দিন আহমদ চৌধুরী, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও আশা’র প্রেসিডেন্ট জনাব শফিকুল হক চৌধুরী, গ্রীন ডেল্টা ইন্সুরেন্স-এর সিইও জনাব নাসির এ চৌধুরী প্রমুখ।
ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণী ভিত্তিক)
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট | |
১ম | ২৮ | ৩২ | ৬০ | |
২য় | ৩০ | ২৯ | ৫৯ | |
৩য় | ২৯ | ২৫ | ৫৪ | |
৪র্থ | ১৭ | ২১ | ৩৮ | |
৫ম | ১৫ | ২১ | ৩৫ | |
৬ষ্ঠ | ২৮ | ৩৯ | ৬৭ | |
৭ম | ৩৩ | ৩৮ | ৭১ | |
৮ম | ২১ | ৩৩ | ৫৪ | |
৯ম | ১৩ | ২২ | ৩৫ | |
১০ম | ২০ | ২৫ | ৪৫ | |
সর্বমোট= | ৫১৮ |
মেয়াদঃ০৬/০৩/২০১১ইং হইতে ০৫/০৩/২০১৩ইং পর্যন্ত।
সদস্যবৃন্দঃ
ক্রঃ | সদস্যবৃন্দের নাম | পদবী |
০১ | অধ্যাপক ডাঃ নিয়াজ আহমদ চৌধুরী | সভাপতি |
০২ | প্রধান শিক্ষক, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাইস্কুল | সদস্য সচিব |
০৩ | জনাব এম. মকবুল আলী | শিক্ষক প্রতিনিধি |
০৪ | জনাবা ফরিদা ইয়াসমিন কোরেশী | ,, |
০৫ | জনাব এডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক | অভিভাবক সদস্য |
০৬ | জনাব রিয়াজ আহমদ চৌধুরী | ,, |
০৭ | জনাব ফারজানা চৌধুরী | ,, |
এস.এস.সি পরীক্ষা সংক্রান্ত
সন | মোট পরীক্ষার্থী | কৃতকার্য | পাশের হার | বন্টন/ বিভাজন | |||||
A+ | A | A- | B | C | D | ||||
২০০৮ | ০৮ | ০৮ | ১০০% | --- | ০২ | ০৩ | ০৩ | --- | --- |
২০০৯ | ০৮ | ০৭ | ৮৭.৫% | --- | --- | --- | ০৫ | ০২ | --- |
২০১০ | ২০ | ১৯ | ৯৫% | --- | ০৪ | ০২ | ০৮ | ০৫ | --- |
২০১১ | ১৩ | ১৩ | ১০০% | --- | ০৩ | ০৪ | ০৫ | ০১ | --- |
জে.এস.সি পরীক্ষা সংক্রান্ত
সন | মোট পরীক্ষার্থী | কৃতকার্য | পাশের হার | বন্টন/ বিভাজন | |||||
A+ | A | A- | B | C | D | ||||
২০১০ | ৪৭ | ৩৪ | ৭২.৩৪% |
|
| ০১ | ০৫ | ২১ | ০৭ |
২০১১ | ৪৭ | ৪৫ | ৯৫.৭৫% |
| ০৪ | ০৫ | ০৯ | ২৩ | ০৪ |
প্রাথমিক সমাপনী পরীক্ষা সংক্রান্ত
সন | মোট পরীক্ষার্থী | কৃতকার্য | পাশের হার | ১ম বিভাগ | ২য় বিভাগ | ৩য় বিভাগ |
২০০৯ | ২২ | ২২ | ১০০% | ০৭ | ১৩ | ০২ |
২০১০ | ২২ | ২২ | ১০০% | ১৪ | ১৩ | ০১ |
সন | মোট পরীক্ষার্থী | কৃতকার্য | পাশের হার | বন্টন/ বিভাজন | |||||
A+ | A | A- | B | C | D | ||||
২০১১ | ৪৭ | ৪৫ | ৯৫.৭৫% |
| ০৬ | ০৭ | ০৪ |
|
|
২০০৮ইং সনে প্রথম বারের মত এস.এস.সি পরীক্ষায় ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে শতভাগ পাশ করে। পরবর্তীতে ২০০৯-এ ৯৮%, ২০১০-এ ৯৭%, ও ২০১১ইং সনে ১০০% ছাত্র-ছাত্রী পাশ করেছে যা প্রত্যন্ত ও সহায় সম্বলহীন এলাকার জনগোষ্ঠীর জন্য বিরাট পাওয়া।
বিদ্যালয়কে এম.পি.ও ভুক্তিসহ কলেজ পর্যায়ে উন্নীতকরণ এবং এতদ অঞ্চলে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান রূপে গড়ে তোলার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে।
সিলেট শহর থেকে ফেঞ্চুগঞ্জ রোডে খালমুখ বাজার হয়ে পাহাড় লাইন অভিমুখী বাস/ লেগুনা/ সিএনজিতে দাউদপুর চৌধুরী বাজারের ভিতর দিয়ে কিলোমিটার উত্তর দিকে। অথবা, দক্ষিণ সুরমা উপজেলার ভিতর দিয়ে ৩ কিঃমিঃ পূর্বে সরাসরি পাকা রাস্তা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস